গান: (Houzi) হাউজি
কথা:জেমস
কন্ঠ: জেমস
কলার ডাকছে আল্লাহু মহান নাম্বার ওয়ান
ভাষা আন্দোলন ভাই ফাইভ এন টু, ফিফটি টু
পালিয়ে গেলো খান সেভেন এন ওয়ান,
সেভেন্টি.. ওয়ান..।
চা খাবেন ঐ মধুর ক্যান্টিনে যাবেন নাম্বার সেভেন
গুপিগাইন বাঘাবাইন নাম্বার নাইন
গামছা পেতে তাস খেলা টু এন নাইন
মনে পড়ে…
নাইন্টি.. নাইন..
এই ইয়ং বাবুর্চি পার্টি সামহিয়ার ফোর এন সেভেন,
ফোরটি.. সেভেন…
অগাষ্ট ট্র্যেজেডি সেভেন এন ফাইভ,
সেভেন্টি.. ফাইভ…
দিবস’টি মহান টু এন ওয়ান
টুয়েন্টি.. ওয়ান…
এসেছে সুন্দরি দিচ্ছে সুড়সুড়ি টু এন থ্রি,
রেকলেস বিউটি থ্রি জিরো হটি..
সি লুকস ফাইন ওয়ান এন নাইন
নাইন্টিন..
বাবুমশাই উত্তমের পাশে সুচিত্রা সেন নাম্বার টেন..
বরিশালের ভাষায় তুই আর( মুয়) নাম্বার দুই..
রেলওয়ে লাইন ওয়ান এন ওয়ান লেন ক্লেইন
নো ( সেইন ) ..
অন্যতম প্রিয় একটা গান।
|গানটা শুনার পর লিরিক টা কেমন জানি দেখতে ইচ্ছে হলো তারপর অনেক খোঁজাখুঁজি করলাম গুগ্লিতে কিন্তু কোথাও নাই, আমি পাইলাম না যে পাইলাম ই নাহ, তারপর খোজলাম ইউটিউব এ সেখানে লিরিকটি পেলাম না সুতরাং নিজেই লিখে নিলাম, জেমস কি জিনিস তার গানই বলে দেবে বারবার!
[জেমস পাগলাদের জন্য লিরিকটি উৎসর্গ করা হলো।]
এবং এখুনি শুনতে..
ডাউনলোড লিংক: http://admy.link/2c9af6
Godar na oita Caller. Masabail na oita hobe baghabain. Banan & word proti sotorko hown
গানের লিরিকে অনেক ভুল আছে …ঠিক করেন…।
Isn’t this song wrote by Marzuk Russel?
এটা হুজি না, হাউজি খেলা
আপনাদের সবার সহযোগীতায় লিরিক টি শুদ্ধ করা হয়েছে, ধন্যবাদ ভুল ধরিয়ে দেয়ার জন্য