Justice League – You Can”t Save The World Alone


ইউ ক্যান্ট সেইভ দ্যা ওয়ার্লড এলোন

সুদুর চট্টগ্রাম থেকে ঢাকা ভ্রমণ করা ডিসি এক্সটেন্ড ইউনিভার্স এর সবচাইতে বিশাল আয়োজন বড় পরদায় দেখার জন্য।
প্রচুর মিক্স রিভিউর মধ্যে নিজের মাঝে একটা কনফিউশন কাজ করতেছিল।তবুও অনেকদিন এর প্ল্যান আর অপেক্ষায় ছিলাম যে মুভির জন্য তা কোন ভাবেই এসবের খপ্পরে পড়ে মজা টা নস্ট করতে দেই নি।

কাহীনি টা আমার কাছে নরমাল ই মনে হইসে।মার প্যাচ ছাড়া। পৃথীবি এলিয়েন ইনভেনশন এর দ্বার প্রান্তে। ভয়ংকর স্টিপেন উলফস খুজে বেড়াচ্ছে তিনটি
মাদার বক্স, যা দিয়ে সে আরো শক্তিশালী হয়ে ধ্বংস করবে পৃথিবি।এই জন্য চিন্তিত ব্রুস ওয়েন আর ডায়ানা প্রিন্সেস সিন্ধান্ত নিল তাকে রুখে দাড়ানোর।
একে একে দলে সামিল হলো একুয়াম্যান,ফ্ল্যাশ, সাইবার্গ,সুপারম্যান । জাস্টিস লীগ কি পারবে স্টিপেন উলফস কে রুখতে।

ব্যাটম্যান আমার সবচাইতে প্রিয় সুপারহিরো। তাই তাকে লিড রোলে দেখে ভাল লাগছে।তবে ব্যাটম্যান হিসেবে আফ্লেক কে আমার কখনোই পছন্দ ছিল না।
ক্রিসচিয়ান বেল আমার কাছে সেরা ব্যাটম্যান।

একুয়াম্যান হিসেবে জ্যাসন জাস্ট ফাটাইছে। পুরাই ব্যাডএস।
ফ্ল্যাশ ও খুব ভাল করসে। এজরা মিলার কে দেখেই হাসি এসে যাচ্ছিল।তার কার্যকালাপ মুভি জুড়েই বিনোদন দিয়েছে।
সাইবার্গ বেচারার জন্য খারাপ ই লাগছে। তার স্ক্রীন টাইম খুব কম ই ছিল।তাকে আরো ভালভাবে উপস্থাপন করা যেত।


সুপারম্যান
আমার সবচাইতে মজা লাগসে সে যতক্ষন ছিল।আর হেনরি কেভিল দুর্দান্ত ছিল তার সিন গুলাই আমার বার বার চোখে ভাসতেছে।
ওন্ডার ওম্যান, ডিসির সবচাইতে প্রিয় মুভি হিসেবে মনে ডায়ানা প্রিন্স ১ এই আছে।গতবারের মতই এখানেও সেরা ছিলেন।তার এন্ট্রি সিন টাও জোশ ছিল।
ওয়ারনার ব্রাদার্স আর ডিসি সম্পুর্ণ বাণিজ্য করতে গিয়ে কাটাকাটি করে ক্ষতি করছে জাস্টিস লীগ এর।তানাহলে আরো ভাল হইত।
আমার কাছে বিনোদন নির্ভর মশলা মুভির মতই লাগছে।
ইউ ক্যান্ট সেইভ দ্যা ওয়ার্লড এলোন
ব্যাটম্যান কে সলোতেই কেন জানি ভাল লাগে। তার এটটিউড টাই এভাবে গ্রহন করে আসছি।


(Visited 578 time, 1 visit today)

এই পোস্টটিতে ৩ টি মন্তব্য করা হয়েছে

 1. Asif Rahman says:

  “তবে ব্যাটম্যান হিসেবে আফ্লেক কে আমার কখনোই পছন্দ ছিল না।
  ক্রিসচিয়ান বেল আমার কাছে সেরা ব্যাটম্যান”—–LOL…..Your logic is invalid my friend….I love Cristian Bale’s performance as Batman….But Affleck did a tremendous Job as both Batman and Bruce Wayne….

 2. Omar S Sumon says:

  জাস্ট ফাটাফাটি ছিল মুভিটা, একশন সিন আরো বেশিক্ষন চাইছিলাম

 3. MD Shajan says:

  অনেক সুন্দর একটা মুবি
  না দেকলে মিচ করবেন
  justice league

মন্তব্য করুনঃ

You must be Logged in to post comment.

ফেসবুকের মাধ্যমে মন্তব্য করুন