Magalir Mattum(২০১৭)ঃ- ভিন্নধর্মী এডবেঞ্চারম অসাধারণ তামিল সিনেমা
এমন গল্প আজীবন মনে পজিটিভ ভাইভ নিয়ে আসে। সত্যি যদি পুরনো জীবন টা এভাবেই ফিরিয়ে আনা যেত। আবারো যদি ছোটবেলার খেলার সাথীদের কাছে পেতাম। তারা ও কি ভাবে আমার জন্য??? নাকি তারা ও জীবনের বেড়াজালে নিজেকে করে রেখেছে যান্ত্রিকতায় বন্ধি!!!!!
একেবারেই সিম্পল কন্সেপ্টেরের উপর ভিত্তি করেই গল্পটি এগিয়ে গেছে।
গল্প অনেকটা এভাবে এগিয়ে যায়….
১৯৯৪ সালের প্রায় ২৩ বছর পর আবারো গোমাথা ফিরে পেতে চায় তার বাকি ২ জন ছোটবেলার সাথী কে। তবে প্রাত্যাহিক জীবনের তথাকথিত যান্ত্রিক রূঢ় ব্যস্ততায় বেড়িতে সে নিজেও বাঁধা। অবশেষে তার সে বাঁধবে উন্মুক্ত কবুতরের রূপ নিয়ে আসে তার হবু পুত্রবধূ প্রাভাভাথি। প্রাভাভাথি আধুনিক প্রযুক্তির জোরালো প্রদক্ষেপে খুঁজে বের করে আনে তার হবু শাশুড়ির সময়ের কলতানে হারিয়ে যাওয়া দুই বান্ধবী দের।
সিনেমার প্রতিটি দৃশ্যপট এভাবে মনে গেঁথে যাবে, যেন সিনেমার গল্প রূপক নয়; বরং আমার-আপনার মত হাজারো মানুষের জয়গান গাইছে।
গল্পের এই গাঁথায় ফ্ল্যাশব্যাকের মোহনীয় দৃশ্যপট আমাদের ও হারিয়ে নিয়ে যাবে ছোটবেলার সেসব স্বর্ণখোচিত সুখকর স্মৃতিতে।
এমন গল্প আজীবন মনে দাগ কেটে থাকে।
সিনেমা টি কারিগরি কাজ থেকেও শতভাগ সফল। স্বল্পখোচিত জ্ঞানে এই সিনেমায় খুব একটা নেগেটিভ কাজ চোখে পড়ে নি।
এমন অসাধারণ সিনেমা, অবশ্যই সময় করে দেখা উচিৎ।

(Visited 709 time, 1 visit today)

এই পোস্টটিতে ৩ টি মন্তব্য করা হয়েছে

  1. শাহাদ এই টা নামাও কাল

মন্তব্য করুনঃ

You must be Logged in to post comment.

ফেসবুকের মাধ্যমে মন্তব্য করুন