এবারের ঈদে বেশ কিছু চমৎকার নাটক টেলিফিল্ম প্রচার হয়েছে। এরমধ্যে সেরা ১০ বাছাই করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তারপরও ভাল কাজগুলোর মধ্যে বেশি ভালোগুলোকে আলাদা করে সেরা দশ তৈরি করা হলো।
১। তুমি না থাকলে
আশফাক নিপুনের এই নাটকটা অসাধারণ, যেমনি গল্প তেমনি মেকিং। আফরান নিশো আর ইরেশ যাকেরের সাথে এটাতে মূল চরিত্রে অভিনয় করেছে মেহজাবিন। মেহজাবিনের সেরা অভিনয়টা সম্ভবত এই নাটকে ছিলো। এত ইমপ্রুভমেন্ট! ক্যারিয়ারের শুরুর দিকের মেহজাবিন আর এখনকার মেহজাবিনের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। গত ঈদে আশফাক নিপুনেরই পরিচালনায় “ও রাঁধা ও কৃষ্ণ” নাটকে ঢাকাইয়া, গ্রাম্য, স্মার্ট, সরল, বখাটে সহ বিভিন্ন ক্যারেক্টারে মেহজাবিন দূর্দান্ত অভিনয় করেছিলো। এবার এই ঈদে একই পরিচালকের এই নাটকটিতেও দারুণ করেছে। পজ দিয়ে দিয়ে কথা বলা, কথার মাঝখানে হাসা, ভয়েসের উঠানামা, এক্সপ্রেশন সব কিছুতে মেহজাবিন ছাপিয়ে গেছে। এমনিতেই নাটকটা অনেক বেশি সুন্দর। তার মধ্যে মেহজাবিনের অনন্য পারফরমেন্স নাটকটিতে অন্যমাত্রা যোগ করেছে।
ইউটিউব লিংক> https://youtu.be/agjlmts_rzg
২। মিস্টার অ্যান্ড মিসেস
তাহসান মিথিলা অভিনীত এই ঈদের আরেকটা সেরা কাজ এটা। বিয়ের পর দম্পতির মধ্যে প্রেম ভালোবাসা হওয়া, না হওয়া নিয়ে সুন্দর একটা গল্প। মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় এই নাটকের মিউজিক আর প্রোডাকশন ডিজাইন ছিলো অসাধারণ। মিথিলার লেখা লিরিকে তাহসান-মিথিলার কন্ঠে গানটাও চমৎকার।
ইউটিউব লিংক> https://youtu.be/KwWbgLD7YCY
৩। ভালোবাসার পংতিমালা
শিহাব শাহীনের চিত্রনাট্য ও পরিচালনায় এই টেলিফিল্মটি স্টার কাস্ট দিয়ে পরিপূর্ন। অপূর্ব, মম, টয়া, তাহসান, মিথিলা, ইরেশ যাকের, সুষমা সরকার সহ অনেকে অভিনয় করেছেন। এটার মধ্যে ডিরেক্টরের “ভালোবাসি তাই ভালোবেসে যাই” টেলিফিল্মের কিছুটা ছোঁয়া পাওয়া যায়, এর পরের পার্ট বলা যায়। গল্প বলার ধরন অনেকটাই তেমন। তিনটি ভিন্ন ভিন্ন গল্প এক গল্পে পরিনত হওয়া নিয়ে এই টেলিফিল্মটা গড়ে উঠেছে।
ইউটিউব লিংক> https://youtu.be/wksn7VZZpY4
৪। কেনো এই নিঃসঙ্গতা
সোলসের জনপ্রিয় এই গানের টাইটেল নিয়ে নাটকের গল্প গড়ে উঠেছে। শেখ সাখাওয়াত সৌরভের রচনা ও মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এই নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন জন ও মিথিলা। দুজন অপরিচিত মানুষের না দেখেই প্রেম হয়ে যাওয়া নিয়ে গল্পটা শুরু হয়। বর্তমান সময়ে একটা সম্পর্ক চলাকালীন দুজন মানুষের মধ্যে কি কি ঘটে থাকে তা দারুণভাবে উঠে এসেছে এই গল্পে। এই নাটকের শেষ অংশটা খুব বেশি সুন্দর, খুব বেশি বাস্তব।
ইউটিউব লিংক> https://youtu.be/hwC2PiRhNOA
৫। XYZ Returns
সাফায়েত মনসুর রানা বরাবরই দারুণ সব নাটক বানায়, এটাও তেমন। অপর্না, জন, সাফায়েত, হিল্লোল অভিনীত এই নাটকটার মধ্যে একটা মুভি মুভি ফ্লেবার ছিলো। এটা অনায়েশেই সিনেমা বলে চালিয়ে দেয়া যেত। প্রত্যেকটা ক্যারেক্টার দারুণ অভিনয় করেছে। ডিরেক্টর নিজেও অনেক ভালো অভিনয় করেছেন। ভিন্নধর্মী এই ফিকশনটা দেখে যেকেউ তৃপ্তি পাবে।
ইউটিউব লিংক> https://youtu.be/1b-VA5QZt3E
৬। স্বপ্ন কুহক
সুমন আনোয়ারের নাটক মানেই ভিন্ন কিছু। ডিরেকশনের পাশাপাশি তিনি এই নাটকটা নওমি কামরুন বিধুর সাথে মিলে রচনাও করেছেন। নিশো, মৌসুমী হামিদ ও রওনক হাসান একে অপরের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছে এটাতে। ঈদে এমন ভিন্নধর্মী কাজ খুব কম দেখা যায়, সেক্ষেত্রে সুমন আনোয়ার বরাবরই এমন চমৎকার সব কাজ উপহার দেয়। স্বপ্ন কুহক অসাধারণ।
ইউটিউব লিংক> https://youtu.be/VVZV7uWF_Hw
৭। প্রতিক্ষা
ইমেল হকের রচনা ও পরিচালনায় এই নাটকটির মূল চরিত্রে ছিলো আফরান নিশো, সানজিদা প্রীতি ও তৌসিফ। চমৎকার একটা নাটক। নিশো ও প্রীতি জুটির প্রায় সবগুলো নাটকই সুন্দর হয়, এটাও ব্যতিক্রম নয়। সানজিদা প্রীতি মেয়েটা খুবই গুনী অভিনেত্রী। কাজ কম করে কিন্তু যেটাই করে সেটাতে নিজের অভিনয় দিয়ে মুগ্ধতা ছড়িয়ে যায়।
ইউটিউব লিংক> https://youtu.be/ymzhDI3pFnA
৮। মন শুধু মন ছুঁয়েছে
জনপ্রিয় গানের টাইটেল থেকে এই নাটকটা ডিরেক্ট করেছেন শিহাব শাহীন। গল্পটা সুন্দর। এই নাটকে সাবিলা নূর ও সিয়ামের অভিনয় এবং ক্যামেস্ট্রি দারুণ ছিলো। ন্যাকামি আর আল্লাদের বাইরে এরা দুজন যে ভাল অভিনয়ও করতে পারে সেটা শিহাব শাহীন আবার প্রমাণ করে দেখালেন।
ইউটিউব লিংক> https://youtu.be/3H3MCY4iqzo
৯। ভূতের ভ্যালেন্টাইন
আফরান নিশো ও সাফা কবির অভিনীত এই নাটকটার রচনা ও পরিচালনায় ছিলেন ইমরাউল রাফাত। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো এটা ইমরাউল রাফাতের নাটক। উনি প্রচুর নাটক বানান এবং অধিকাংশই আজেবাজে। প্রায় সব নাটকই স্টার কাস্টে ভরা থাকে, অথচ নাটক হয় খুবই নিম্নমানের। কিন্তু এই নাটকটা চমৎকার ছিলো। স্টোরি, প্রোডাকশন ডিজাইন, অভিনয়, মেকিং সব কিছুই সুন্দর। আশা করি উনি বেছে বেছে কম কাজ করবেন এবং এরকম ভাল কাজ সব সময় উপহার দিবেন।
ইউটিউব লিংক> https://youtu.be/qfyYPRptRdg
১০। বেগুনী বিকেলের গল্প
আর বি প্রিতমের রচনা ও পরিচালনায় এই নাটকে মূল চরিত্রে অভিনয় করেছেন তৌকির আহমেদ ও তারিন। নাটকে দুজনের ক্যামেস্ট্রি অনেক ভাল লেগেছে। গল্পটা খুবই সাদামাটা কিন্তু চমৎকার প্রেজেন্টেশনের জন্য অসাধারণ হয়ে উঠেছে। খুবই গোছানো একটা কাজ।
ইউটিউব লিংক> https://youtu.be/4RIqMkCN2ck
F
জমজ 6 should be in top 10!!!
Rik Anto download de
Aita kal k deksi ami
thax
শুধু ভালবাসা রিলেটেড টপিকস….. এইটা ছাড়া আর কিছু নেই……. অন্যদিকে অভিনেতা নিজেই হাসে এরকম জিনিস দর্শকের মনে কিভাবে নাড়া দিবে?
Ashfaque Nipun
Bhalobashar pontimala best
১০ থেকে ১ ভাবে সাজালে আরো আকর্শনীয় হয় এ ধরনের পোস্ট
where is Average aslam bibaho bivrat???
After Marrige should be on the list.
এবারের ঈদে ভালো নাটক নাই বললেই চলে ! সব কয়টা ফালতু !
রাত ১১:৩০ এ জিটিভি তে দেখুন একটি অন্যরকম গল্প।
F
Dear Sir/Miss,
Pls Like my Business Page. will start 1st December.
https://www.facebook.com/Biborno-Fashion-446024002261954/
Thank u.
amr Dekha akta kaj o vlo hoi ny abr eid ar. prakton akta natok chara.
রাত ১১:৩০ এ জিটিভি তে দেখুন একটি অন্যরকম গল্প।
No 1 jeta disen seta e ato faltu chilo j baki gula nai e bollam :/
Best Natok Sandehe Mondaho By Hanif Sanket…What A Analysis Just Kidding…Lol
सेx
Afsana Sharmin
Imran Nafeez
XYZ reTurns er u -TuBe Link koii??
Tareq Hasan
অস্থির👌
how did this drama missed from the list! https://www.youtube.com/watch?v=tKofCjANBck
Mr. & Mrs. It’s best. …..
Shiba Biswas
ভালো নাটক
tnx #Barney akhan theke post dekhe natok download korcilam তুমি না থাকলে natok ta sotti sotti BEST chilo just mind blowing….baki gulo o onek valo… ai post na dekhle hoito ato sundor nattok gulo Puramote miss kortam
🙂
মন শুধু মন ছুঁয়েছে____
ভিন্নতা দেখতে চাইলে
অনেক উপভোগ্য একটা নাটক।
চাইলে দেখতে পারেন।
প্রতীক্ষার HD link
https://m.youtube.com/watch?list=PL6AdrpiFkeTWjUz-G7T3FUDg9oRCmlqcU&feature=share&v=jTIhKbgSL3E