Vampires Suck: Twilight হ্যাটারদের জন্য একটা মাস্ট ওয়াচ মুপি :p

 

মুভি লাভারজ গ্রুপ ও ব্লগের প্রায় সবাই টোয়ালাইট মুভি সিরিজ টাকে সহ্য করবার পারে না। আমার কিন্তু এই সিরিজটা ভালই লাগে। ক্যান ভালো লাগে তা আবার কেউ জিগাইয়েন না। ভালা লাগার কারণ টা কবার পারমু না। যাই হোক, আজকে আমি একটা Twilight রে বাঁশ দেয়া মুপির কথা কমু। ইংলিশে এই সব মুভি রে আবার Spoof মুভি কয়। আমরা বাংলাদেশিরা কই “বাঁশ” মুভি। মুভিটার নাম হইল Vampires Suck

vam

এই মুভিটা টোয়ালাইট সিরিজের উপর নির্ভর কইরা তৈরি করা হইছে। Twilight হ্যাটারদের এই লুলিয় মুভিটা দেখা ফরয হইয়া গ্যাছে :selamat
যদিও আমার মনে হয় এই মুপি টা সকুল Twilight হ্যাটাররা দেখছেন। না দেখলে দড়ি নিয়া আসেন। আমার গলায় আমি দড়ি বাঁধমু । এই মুপিটা দেখার জন্য আবার আপনাকে অবশ্যি টোয়ালাইট (১ম পার্ট) দেখন লাগব। আমার জানা মতে সবাই টোয়ালাইট ফিল্ম সিরিজের ১ম পার্টটা দেখছেন। কারণ ১ম পার্টটা না দেইখা Twilight মুপিরে ঘৃনা করা শিখলেন ক্যামনে। যদি না দেখেন তাহলে কষ্ট কইরা একটু Twilight মুপিটা দেইখা নিয়েন। যদি বদহজম হয়, তাইলে এইডা হাজমলার কাম করব 😛 ।

এই মুপি টাতে Twilight মুপির প্রতিটা সিনকে বাঁশ দেয়া হইছে। সো আমার মনে হয় কারো এই মুপিটা খারাপ লাগার কথা না। বিশেষ করে যারা Twilight মুপিরে দেখতে পারে না, তাদের তো ভালই লাগার কথা। মুভির রিভিউ দিতে পারলাম না। আমার মনে হয়, Twilight মুভিটাই এর রিভিউ এর কাম করব। সো, এখন যারা এই লুলিয় মুপি টা দেখেননি, তারা দেখবার পারেন।
ও হ্যাঁ, আরেকটা কথা….

এই মুভিটার IMDB আর RottenTomatoes রেটিং কিন্তু খারাপ। তারপরেও মুভি টা আমার কাছে ভাল লাগছে। এখন দেখা না দেখা আপনাগো উপর।

জীবনের পরথম বার কোন ব্লগে পোস্ট করলাম। সো, কোনো ভুল হইলে মাফ কইরেন।

(Visited 89 time, 1 visit today)

মন্তব্য করুনঃ

You must be Logged in to post comment.

ফেসবুকের মাধ্যমে মন্তব্য করুন