অজ্ঞাতনামা মুভিটা অনেকটা নীরবেই স্বৃতি হয়ে গেছে।খালি প্রচারণার অভাবেই এত সুন্দর একটি চলচ্চিত্র মানুষ এর কাছে পৌছতে পারে নি।সেটা অজ্ঞাতনামা টিমের সাথে সাথে আমাদের নিজেদের ব্যার্থতা।অনেক অনেক দারুণ কিছু ম্যাসেজ ছিল অজ্ঞাতনামায়,আমার মতে।
যাই হোক
আর অল্প কিছুদিনের মধ্যে আসছে ভুবন মাঝি
মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চলচ্চিত্র। ট্রেলার টা দেখে মনে প্রাণে একটা ভাললাগা তৈরি হয়েছে।
আশা করি দারুণ একটি সিনেমা অপেক্ষা করছে।
ফেসবুক এর মাধ্যমে তো কত কিছুই করি।গত বছরের সারা জাগানো মুভি আয়নাবাজির সাফল্যের পিছে কিন্তু ওদের প্রচারনা টা ছিল অসাধারণ। ফেসবুকেও প্রচারণা ছিল দেখার মত।
ভুবন মাঝি কেও সবার কাছে পৌছে দিতে পারি আমরা সবাই।
ট্রেলার এবং আই এম ডিবি লিংক টা নিচে দিয়ে দিলাম।
শুভ কামনা “ভুবন মাঝি”
IMDB- http://www.imdb.com/title/tt5359832/
trailer- https://www.youtube.com/watch?v=QaUl6pQBjhE
Bhuban Majhi (2016) | |
---|---|
![]() |
Rating: N/A/10 (N/A votes) Director: Fakhrul Arefeen Khan Writer: N/A Stars: Parambrata Chatterjee, Aporna Ghosh, Mamunur Rashid, Quazi Nawshaba Ahmed Runtime: N/A Rated: N/A Genre: War Released: 01 Dec 2016 |
Plot: N/A |