Family – Ties of blood
Share on Facebook0Share on Google+0Tweet about this on TwitterPin on Pinterest0

family_ties_of_blood
Family – Ties of blood
Director – Rajkumar Santoshi
Stars- Amitabh bachhan,Akshay kumar,bhumika

দুইটি পরিবার এর গল্প।দুই ভিন্ন ধরনের পরিবার।
একটি মধ্যবিত্ত সুখি পরিবার।আরেকটি অপরাধ জগৎ এর অভিশাপ বয়ে বেড়ানো পরিবার।
যারা ক্রাইম করে তাদের হাতে অনেক নিরপরাধ মানুষ মারা পরে অনেক সময়,যেখানে সেই মানুষ গুলোর কোন দোষ থাকে না।কিন্তু একটা মানুষ এর মৃত্যু তে একটা পরিবার ধ্বংস হয়ে যায়।এমন ভাবে ধ্বংস হয় যেখান থেকে উঠে দাঁড়ানো যায় না।

মুম্বাই আন্ডারওয়ার্ল্ড এর ডন ভিরেন সাহি। যে বিদেশ এ বসেই নিজের অপরাধ মূলক সব কিছু নিয়ন্ত্রণ করে।
মাঝে মাঝে দেশে আসে।তার পরিবারের সাথে তেমন কোন সম্পর্ক নাই, নাই বলবো না।হঠাৎ দেশে আসলে তখন ই পরিবারের সাথে মিলিত হয় অল্প সময় এর জন্য।
2005-12-4_03922_still1
আর অন্যদিকে শেখর দের সুখি পরিবার। বাবা মা স্ত্রি আর প্রাণের প্রিয় ছোট ভাই নিয়ে। শেখর তার ছোট ভাই কে যেমন ভালবাসে তার ভাই ও তাকে ফেরেশতার মতই দেখে। বিপত্তি ঘটে ভিরেন সাহির দলীয় কোন্দল এর মাঝে পড়ে নিহত হয় শেখর। তারপর???
ফেরেশতার মত বড় ভাই কে হারিয়ে পাগল প্রায় ছোট ভাই এবং তার বন্ধুদের প্রতিশোধ মিশন।
অদ্ভুত অন্যরকম এক থ্রিলার।ইমোশন।
ভিরেন সাহী চরিত্রে অমিতাভ ছিলেন আর যেই অভিনয় করসে বিলিভ মি যারা দেখেছেন তারাই বলতে পারবেন ,আন্ডারওয়ার্ল্ড ডন চরিত্রে এত ডেঞ্জারাস অভিনয়।
family-ties-of-blood-2006-462
আর শেখর চরিত্রে ছিলেন সবার প্রিয় অক্ষয় কুমার।যদিও বেশিক্ষণ ছিলেন না তিনি।
এই ছবিটায় আমার কাছে যেটা সবচাইতে টানসে সেটা হইল ব্যাকগ্রাউন্ড মিউজিক।অসাধারণ ছিল।গায়ে কাটা দিয়ে উঠবে বারবার।

যদি দেখা না হয়ে থাকে দেখে নিয়েন।ভাল লাগার মত একটা মুভি।
আর রাজকুমার সান্তোসি লিজেন্ড অফ ভাগাত শিং,আন্দাজ আপনা আপনা,ঘায়াল এর মত।মুভি উপহার দিয়েছিলেন।

আইএমডিমি তে রেটিং বিচার করে মূভি দেখলে অনেকসময় ঠকতে হয়।
দেখা না থাকলে দেখে নিতে পারেন।
বি:দ্র: নেওয়াজউদ্দিন সাহেব কেও দেখতে পাবেন প্রতিশোধ মিশনে ✌✌✌✌
আমি প্রায় ২০ বার এর উপরে দেখেছি। একবারের জন্যেও খারাপ লাগে নি।
যত বড় অপরাধি ই হোক না কেন। অভিশাপ এ একসময় ধ্বংস হয়ে যাইতে হয়।

মন্তব্য করুনঃ

You must be Logged in to post comment.

ফেসবুকের মাধ্যমে মন্তব্য করুন