একতা কাপুর প্রযোজিত নতুন ছবি ‘ক্যায়া কুলহে হাম-৩’ মুক্তি পেয়েছে আজকে আর আপনারা এই লিংক থেকে মুভিটি দেখতে পারবেন
তুষার কাপুর, আফতাব শিবদাসানি এবং মনদানা কারিমি অভিনীত এই ছবি যে ভালই ব্যবসা করবে তার ইঙ্গিতও মিলেছে।
চিত্রনাট্য যে সেক্স কমেডি নিয়ে সাজিয়েছেন তা আগেই জানিয়েছিল টিম ‘কেয়া কুল হ্যায় হাম ৩’। কিন্তু মোশন পোস্টার প্রকাশের পর দেখা গিয়েছে অশ্লীলতার কোনও তোয়াক্কাই করেননি পরিচালক উমেশ ঘাগড়ে। আর তা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে নানা সমালোচনা।
বলিউডের একাংশ বলছে, সাহসী চিত্রনাট্য এর আগেও দেখেছে সিনে দুনিয়া। কিন্তু এমন বাড়াবাড়ি এর আগে হয়েছে বলে মনে করতে পারছেন না অনেকেই। যদিও এই ছবির সঙ্গে যুক্ত এক সদস্য জানিয়েছেন, ছবিটা দেখলেই দর্শক বুঝতে পারবেন কেন এমন পোস্টার ব্যবহার করা হয়েছে। সোশাল মিডিয়াতেও শুরু হয়েছে তুমুল সমালোচনা। একটা বড় অংশের দাবি, এই ধরনের কাজ বলিউডে এর আগে হয়নি।
তেলাপোকা একটা পাখি ,আর তুষার কাপুর একটা নায়ক(!) …………একতা কাপুরের মত প্রযোজক বোন ছিল তাই মুখ রক্ষা , তা না হইলে ওরে বাসার কাজের ছেলে হিসেবেও কেউ রাখতো না !!!!!!!!!
তুষার কাপর তো আর কোন ছবিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করে না…. কমেডিয়ান হিসাবে আমার মনে হয় অনেক ভালোই অভিনয় করে… আর এখানে একতা কাপুর টেনে আনার কি হলো…?
ফরিদুল ইসলাম কারন সে তার ভাই
acha vi ay page ta ki indian naki?
না ভাই এই টা একটা মুভি ব্লগ। তাই এখানে যে কোন মুভি সম্পকে আলোচনা করা যেতে পারে
এইসব ফালতু মুভি দেখার কোন ইছাই নাই। তবে সিস্টেম টা ভালো লাগছে। সামনে ভালো কোন ছবির লিংক শেয়ার করলে উপকৃত হব।
আকর্ষণীয় ডিজাইনের চশমা ও সানগ্লাস ঘরে বসে পেতে চাইলে ক্লিক করুন ড্রিমারস অনলাইন শপ
ফেসবুক পেজ থেকে বেছে নিন পছন্দের চশমা বা সানগ্লাস আর অর্ডার করুন ফেসবুক থেকেই। সরাসরি পৌঁছে যাবে আপনার ঠিকানায়। পন্য হাতে পেয়ে মুল্য পরিশোধ করুন।
ভিসিট করুন https://www.facebook.com/dreamersdreambd