মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়াকে ফোন হুমকি দিয়েছে ‘অন্তু’ পরিচয়ে এক ব্যক্তি। পিয়ার স্পর্শকাতর ছবি ফাঁস করে দেওয়ার কথা বলে তাকে শাসিয়েছে ওই লোকটি।
জানা গেছে, ২৮ অক্টোবর দুপুর প্রায় ২টায় পিয়ার ফোনে অপরিচিত নম্বর থেকে একটি কল আসে। তিনি সাড়া দিলে ‘অন্তু’ পরিচয়ে অপর প্রান্তের ব্যক্তিটি বেশকিছু অসংলগ্ন কথা বলে তাকে হুমকি দেয়।
এ ঘটনার পর পিয়া নিজের ফেসবুকে পোস্ট করেন, “আমি এই নম্বর (০১৮৫৪১৯৫১৫২) থেকে হুমকি পেয়েছি। তাকে বলে দিয়েছি আমার সঙ্গে ঝামেলায় জড়াতে এসো না, তেলাপোকা কোথাকার!”
পিয়া আরও বলেন, “ওই ব্যক্তি আমার উল্টাপাল্টা ছবি প্রকাশ করে দেওয়ার হুমকি দেখায়। সে বলেছে, ‘অন্তুকে তুমি চেনো না, অন্তু চাইলে তোমার সব বের করতে পারে।”
পিয়া আত্মপক্ষ সমর্থন করে আশ্বাস দিয়ে বলতে থাকেন, “অনেকদিন পর আমার সঙ্গে এভাবে কথা বলার মত কোনো এক গাধার এতো সাহস হলো। তবে আমার কথা হলো, উল্টাপাল্টা খবর অথবা ছবি প্রকাশের মতো কোনো ঘটনা ঘটাইনি। সুতরাং আমার ভয়ও নেই। নিজের কাজের ব্যাপারে আমি খুবই স্বচ্ছ। এজন্যই এতো জোর গলায় কথা বলতে পারি।”
পিয়া’র ফেসবুক স্ট্যাটাস –
সূত্রঃ ইন্টারনেট