“Student Of The Year” আরেকটা অসাধারন লুলীয় মুপি

অনেক আশা ভরসা লইয়া এইডা দেখতে বইছিলাম, শুরুর ৮ মিনিট দেহার পরেই মিজাজটা খ্রাপ অইয়া গেছেগা। করন ছাগলডায় নিজে যেমুন মুপিডাও সেমুন বানাইছে। পরথম পরথম কাহিনীডা ঠাউর করতে পারতাসিলাম না, আস্তে আস্তে বিষয়ডা খোলাসা হইছে। মুপিতে বড় ১টা চরিত্র করছে আমাদের মুনি ঋষি (কাপুর), যে কিনা এইডাতে সমকামী আই মিন “গে” আছিল।

বুঝবার পারতাসিলাম মুনি ঋষি মুপিতে করন হুজুরের বাস্তব পার্টটাই করসে, হেয় আবার এইহানে কলেজের পিন্সিপাল থাহে। এই কলেজে এত রুপবতী গুনবতী মাইয়া থাকতে মুপিতে হুজুর কেন খালি পুলাগোরেই খাইল্লা শইল্লে দেহাইছে এইডা বুঝলাম না। ইস্টেজে গান গাওয়ার সময় খালি গা, খেলা দেহার সময় খালি গা, আর গোসলের সময় তো থাকবই। আরে বেডা (সন্দেহ আছে) পুলা দেইক্ষা তো তুই একলাই মজা লিছস, আমাগোও একটু মজা লওয়ার সুযুগ তো দিবি নাকি!! আফছুস, মুপিতে ১টা মাইয়ারেও এমুন কিছু দেহায় নাই। পরমান হিসাবে কয়ডা ফটু দিলাম,-


মুপির এক লম্বর হিরু

মুপির দুই লম্বর হিরু

যুগল-বন্দি

এইবার আসল কাহিনীতে আহি- কলেজে সবাই সবার ভালা বন্দু। একজন আরেকজনের লাগি সব কিছু করবার পারে। ইস্টুডেনগো এই বন্দুত্ব ঋষির ভাল্লাগে না, কারন অইল তার নিজের কোন বন্দু নাই। হেয় কয়েকজনরে পার্টনার বানানের টার্গেট করে কিন্তুক কেউ ফিরাও চায় না বুইড়া ঋষির দিকে। এরপর হিংসা কইরা ইস্টুডেনগো বন্দুত্ব খারাপ করার লাইগা বুইড়া পরতেক বছর কলেজে ইস্টুডেন অফ দি ইয়ার কম্পিটিশন চালু করে। এই কম্পিটিশনে সব ইস্টুডেনই জিতবার চায়, একজন আরেকজনের পিছে লাগে, হারাইতে চায়, হিংসা করে। ফলাফল; পুলা মাইয়াগো মইদ্দে বন্দুত্ব লষ্ট অয়। কাহিনীর বেসিক জিনিস এইডাই,কিন্তুক মুপির অনেক অলিগলি আছে যা লেখলাম না। নিজেরা দেহার সময় অলিগলি গুইরা আইসেন।

.
করন হুজুর ১টা গে রে লইয়া এমুন ১টা ফাউল মুপি বানাবো চিন্তাও করি নাই। বাস্তবে হের নিজের কাহিনী তো আমরা কম বেশি বেবাকতেই জানি,এইডা আবার সিনেমায়ও দেহান লাগবো!! ফাউল কোনহানকার!! :@ :@

হুজুর এই পর্যন্ত ৫টা সিনেমা বানাইছে, এই গুলার থিম অইলো___
Kuch Kuch Hota Hain – বন্দুর পতি বালবাসা
Khabhi Khushi Khabhi Gham – পরিবারের পতি বালবাসা
Khabhi Albida Na Kehna – আরেকজনের বউয়ের পতি বালবাসা
My Name Is Khan – পতিবন্দির পতি বালবাসা
Student Of The Year – এইবার আইছে হালায় নিজের লাইনে।

(Visited 61 time, 1 visit today)

এই পোস্টটিতে ১টি মন্তব্য করা হয়েছে

  1. মেগামাইন্ড says:

    এইবার বন্ধুর জিএফ এর লগে ভালবাশা :ultah

মন্তব্য করুনঃ

You must be Logged in to post comment.

ফেসবুকের মাধ্যমে মন্তব্য করুন