হেমলক সোসাইটি – hemlock society

হেমলক সোসাইটি…(hemlock society)

http://www.imdb.com/title/tt2266600/

ইনোভেটিভ নামটা দিয়েই বোঝা হয়ে যায় মুভির ভেতরে কতটা মুনশিয়ানা আছে…

হেমলক… বিষ… হেমলক সোসাইটির স্লোগান – “মরবে মরো, ছড়িয়ো না…” আত্মহত্যা করতে গিয়ে বেঁচে ফিরে এসে আত্মহত্যার প্রচেষ্টা জনিত দুর্ঘটনা, সামাজিক অধঃপতন, অথবা জেলে পচে বাকী জীবনটা ম্যাসাকার অবস্থায় না কাটিয়ে, হেমলক সোসাইটির তিন দিন ব্যাপী আত্মহত্যা প্রশিক্ষন মুলক কর্মশালায় যোগ দিন। মরতে হলে মরুন… ঠিকমতো মরুন… ঘটনা ঘটাতে গিয়ে সব তালগোল পাকিয়ে বিতিকিচ্ছিরি অবস্থা করবেন না।

কাহিনীর ভালোলাগার দিক গুলো তুলে ধরলে অনেক স্পয়লার হয়ে যাবে তাই ঘটনা প্রবাহ উল্লেখ করছিনা। একজন সাধারন দর্শক আমি, ক্যামেরার খুঁটিনাটি আমি বুঝি না। কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য ভিন্ন রকম লেগেছে সিন গুলো, ঠিক যেমনটা হলে মনের ভেতরে গেঁথে থাকে অনেক দিনের জন্য। শ্মশান যাত্রা, সি-স, মর্গের সিন, দরজার উপরে “বসু” লেখার উপরে ফোকাস, এগুল বিশেষ ভাবে বলবো।

 

বিভিন্ন দৃশ্যের সেট গুলোর একটা মেজর ভুমিকা ছিল… এক রঙা সেটের অমন জোরালো আবেদনকে গল্পে ঠিকঠাক মত ফিট করবার জন্য ফিল্মসিটির প্রসঙ্গ তোলা হয়েছে। কি চমৎকার জাস্টিফিকেশন। আনন্দের প্রতীক হিসেবে এসেছে ক্লাউন… আত্মহত্যার চিঠি, কালো রঙের কনভারসেশন রুম… দারুণ…

 

একমাত্র বিরক্তিকর অভিনয় ছিল শীর্ষঅভিনেত্রীর বাগদত্ত চরিত্রে অভিনেতার। বাকীরা কে কাকে ছাড়িয়ে যাবেন তার অনন্যসাধারন কম্পিটিশনে মেতে ছিলেন। ছোট্ট চরিত্রে দুর্দান্ত সউমিত্র, সব্যসাচী আছেন বেশ ভালো, দুর্দান্ত লাগে নি যদিও… কোয়েল মল্লিকের অভিনয় আগে দেখিনি, খুব ভালো লাগলো…তার বাবা মায়ের চরিত্রের দুজনকে বেশ কবার পর্দায় দেখেছি আগেও, তারাও প্রত্যাশা পুরন করেছেন। আর পরমব্রতর তো জবাব নেই…

 

আমি মরবো না ভাই… হেরে যাই… দুমড়ে যাই… আঘাতে চুর্ন হয়ে যাই… আমি মরবো না… সকালে ঘুম ভেঙে নরম রোদ আর দেখবো না যে…দুপুরের আলসেমিতে চোখ বুজবেনা আর… বিকেলে চায়ের কাপে আর পারবো না চুমুক দিতে… সন্ধ্যায় বন্ধুর আড্ডায় ফাঁকা থাকবে আমার আসন… রাত্রে প্রিয় মানুষটাকে কে ফিসফিসিয়ে গান শোনাবে???? আমি পালাবো না…

 

দারুণ সিনেমা। ৯/১০। সবাই কে রেকমেন্ড করব…

http://www.uploadcore.com/xw6vnejb7cjf

(Visited 103 time, 1 visit today)

মন্তব্য করুনঃ

You must be Logged in to post comment.

ফেসবুকের মাধ্যমে মন্তব্য করুন